আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে...

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

অমন মাঠে আমাদের ছুটোছুটি হবে না আর কেনা নিকট ভবিষ্যতে, আমাদের 'মধু' থাকবে এখন স্মৃতিতে- অতীতে সেদিন গিয়েছিলাম পুরোনো পাড়ায় ইসাবেলা, যেখানে পড়ে আছে বালিকাদের বৌচি দাড়িয়াবান্ধা গোল্লাছুটের ছেলেবেলা। সেখানে আজকাল কারও পাজামায় জমে না আদরের চোরকাঁটা, মাঠের দখর নিয়ে হয় না ছেলেতে মেয়েতে তুমুল তর্ক আড়ি কাট্টা। একপাশে ন্যায্য(!) মূল্যের বিডিআর শপ তার গায় কমিউনিটি সেন্টার, এ দুটো ঘিরে টুকটাক বাজা; সব চেপে দমবন্ধ পাড়ার, নরক গুলজার। আমাদের লালমাঠ, কয়েক হাজার লোকের একমাত্র ঈদগাহ বাচ্চাদের একটু সবুজ, সব কেড়ে নিয়েছে আধুনিক প্রয়োজনের রাক্ষস তোর আমার চোরকাঁটার ভালোবাসা, গায়ে সেন্ট মেখে বিডিআর শপে বিকোচ্ছে খাসা।

আমার জন্ম মিরপুর ১২ নম্বর সেকশনে। সেখানে আমাদের একমাত্র মাঠ ছিল 'লালমাঠ'। এবার গিয়ে দেখতে পেলাম লালমাঠ বলে আর কিছু নেই। বাচ্চারা খেলে না। শুধু টিভি দেখে।

বই পড়ে না। শুধু টিভ দেখে। বড়রা ও কেবলই টিভি দেখে। আমরা যে চিন্তার দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে পঙ্গু হয়ে যাচ্ছি। আমাদের কে বাঁচাবে, যদি নিজেরাই এভাবে আত্মহননের পথ বেছে নেই!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।