চার দিনব্যাপী এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত।
এ নিয়ে তৃতীয় বারের মতো এ ধরনের মেলার আয়োজন করছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম।
নূরুল ইসলাম বলেন, “এদেশে মালয়শিয়ার বিনিয়োগের পরিমাণ খুব বেশি নয়। স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক ও জনপথ ও টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
”
‘রবি প্রেজেন্টস্ মালয়েশিয়া শোকেস ২০১৩’ শীর্ষক এ মেলার আয়োজনে সহায়তা করছে মালয়শিয়ায় বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশে মালয়শিয়ার দূতাবাস, মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মাট্রেড) এবং মালয়শিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সকল দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হবে। প্রথম দিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ১০টা থেকে শুরু করে মেলা চলবে যথাক্রমে সন্ধা ৭টা ও ৬টা পর্যন্ত।
মেলার পাশাপাশি বাংলাদেশ ও মালয়শিয়ার ব্যবসা-বাণিজ্যের ওপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলায় মালয়শিয়ার ৪৭টি স্টলে ৩২টি মালয়শিয়ান শিল্প-প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।
বিএমসিসিআইয়ের মহাসচিব আলমগীর জলিল বলেন, “মালয়েশিয়ার ব্যবসায়ীরা মেলায় শুধু তাদের পণ্যই বিক্রি করবে না, তারা এদেশে কারখানা স্থাপন করতেও আগ্রহী। এ বিষয়ে তারা খোঁজখবরও নেবেন। ”
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিং বিনতি ওথমান বলেন, “এই মেলায় মালয়শিয়ার ব্যবসায়ীরা আসবেন। তাদের কাছে বাংলাদেশের ব্যবসায়ীরা নিজেদের তুলে ধরার সুযোগ পারেন।
এতে দুই দেশেরই ব্যবসা সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে। ”
মেলায় আসা ক্রেতাদের মধ্যে থেকে একজনকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে একটি ঢাকা-কুয়ালালামপুর বিমান টিকেট দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স। এছাড়া দর্শনার্থীদের জন্য কম খরচে কুয়ালালামপুরের বিমান টিকেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মালয়শিয়ান এয়ারলাইন্স।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।