আমাদের কথা খুঁজে নিন

   

মালয়শিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়

রোববার রাত ৮টা ৭ মিনিটে স্ত্রী রোসমা মানসুরসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মালয়শীয় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

অন্যদিকে নাজিব রাজাকও হাসিনার সঙ্গে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।
বিমানবন্দর থেকে মালয়শিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনার আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশে এলেন নাজিব রাজ্জাক। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তাকে আমন্ত্রণ জানানো হয়।
সোমবার সকাল ১০টায় গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী।


কেপিআই নামে মালয়েশিয়ার স্বাস্থ্যখাতের একটি প্রতিষ্ঠান এই হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।
সফরসূচি অনুযায়ী বিকালে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা ও নাজিব রাজাক। তারা জনশক্তি রপ্তানি এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত দুটি চুক্তিও স্বাক্ষর করবে।
মালয়শিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা পৌনে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।


পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন একই দিন পৃথকভাবে নাজিব রাজাকের সঙ্গে তার হোটেলে দেখা করবেন।
কলম্বোয়ে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগদান শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় এসেছেন। তিনি মঙ্গলবার সকালে কুয়ালা লালামপুর রওনা হবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.