আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের রম্য (Comedy of Errors!!)

পরিভ্রাজক

অনু-১ 'মহামতি আপনার পা' দুখানা সামনে বাড়িয়ে দিন!', 'আমি কুকুরের মতন বসে আছি সুর্যোদয় থেকে।' 'আমার পা দিয়ে তুই কি করবিরে?' 'আমার আজন্ম স্বপ্ন পূরণ করবার চাই!' সেনাপতি! সেনাপতি! একে রিমান্ডে নাও!! অনু-২ 'ও ভাই! ভাইরে!!' 'চোপ!!!!' অনু-৩ ফৌজের মোচ দাড়ি নাই, তবুও মোচে আংগুল খেলছে; বামহাতে একটা দুইহাতি লাঠি। 'এ্যাটেনশান!!' সটান দাড়াইয়া সেলাম দিলো অপরাধীকুল! 'আরামে দাড়াও!' হাত দুখানা পিছনে মুড়ে, পা ফাক! এই বার বল 'কি কি করছস্?' 'স্যার নিজের হাতে পেচাইয়া খুন করছি!' 'হূমমমমম...আর কি করছস্?' 'স্যার প্যান্টের বোতাম খোলার সময় পাইনাই তাই, দাড়াইয়া পেচ্চাব করছি!' 'চোপ!!!' 'সীপাহী! ক্লীনার পাঠাও!' অনু-৪ পাঁচশ বিশ পৃষ্ঠার একটা রিপোর্ট বের হয়েছে! একটা অকাট্য যুক্তি আছে রিপোর্ট খানার শেষে, 'সকালে ডিম পাড়া একটা মুরগী সারাদিন বিষ্টা ছেড়েছে' 'আমাদের উচিৎ ডিমটা নিয়ে খাওয়া, আর বিষ্টাটা না দেখা!' তাই সারাদিনের 'কঅক..কঅক..কঅক' ঠিকই আছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।