আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান...২



বৃহত্তর সিলেট জেলার ৩৬টি নদী সুরমা, পিয়াইন গাঙ্গ, সারি গোয়াইন, বাগরা গাং, নওয়া গাং, শেওলা, ধামালিয়া, মনাই, বড়দাল, জুরি, মনু, ধলাই, লংলা, (কারাঙ্গি), খোয়াই, সুতাং, কুশিয়ারা, মাধবপুর, মহাসিং, খাজাঞ্জি, ভট্টখাল, কালনি, জামালপুর, বরাবা নদী, লভা, হরি, বোগাপানি, ধরিয়ানা, ধোয়াই, যদুকাটা, ধলা-ধলাই গাং, গোপলা-লঙ্গল, মোগাই-চলতি, রক্তি, পৈন্দা, ভেরা মোহনা, ধনু বৌলাই। বৃহত্তর কুমিল্লার ৪৪টি নদী মেঘনা, তিতাস, গোমতি, ধনাগোদা, ডাকাতিয়া, দাপলা গাঙ্গ, হাওড়া, কাঁঠালিয়া, সোনাই, তাটনল, বুড়ী, কালিয়াঝুরি, বাতাকান্দি, মরিচা, আরশি, গোপী, মারজোরা নদী, ঘুঙ্গটনদী, খেরুনদী, বৈজানী নদী, পাগলী, শীরাই, চান্দিনা খাল, কাকড়ি, সালদা, আন্দারচান খাল, মতলব, উদনন্দি বা উদমধি, কাগনী, হরিমঙ্গল, কুরুলিয়া, জায়দিন্দ, সোনাইমুড়ি, হন্দাচেরা, জাঙ্গালিয়া, দুরদুরিয়া, বুড়ি বা বিজয়গঙ্গা, কালাডুমুরিয়া, বুড়ী বা ধুড়ীগাঙ্গ, বিজয়পুর খাল, চৌদ্দগ্রাম খাল, নলিয়া নদী, বিজলী, ঘুঙ্গর। বৃহত্তর নোয়াখালীর ১৯টি নদী মধুখালী খাল, রহমতখালী খাল, মুহুরী, ছোট ফেনী, সিলোনিয়া, ফেনী, ভুলুয়া, হাতীয়া, আতিয়াবারি খাল, কালির খাল, পাটকাটা খাল, গোয়ালখালী খাল, বাপারশি খাল, কথাকলি খাল, আত্রা খাল, হুরা খাল, গাহায্যতলী খাল, হালদা ইছামতি। বৃহত্তর চট্টগ্রাম জেলার ৩১টি নদী হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বগাখালী, সাতালখাল, ইছামতি, মুহুরী, নাদ, কাবলং, রাখিয়াং, সত্তা, শিল্প, তুইবাং, ককা, শ্রীমা, বোয়ালখালী, মগদাই, ডংখাল, নারায়ণগিরি, চিরিঙ্গা, ইচ্ছাখালী, কুরসাই, সিঙ্গুর, গঙ্গা, কাপ্তাই, বিরাগী খিংর, সপক খোইউ, চাঁদখালী, কুমিরা(রামু), চেঙ্গি, মাইনী। বৃহত্তর কুষ্টিয়া জেলার ৪টি নদী মাথাভাঙ্গা, গড়াই, জলাঙ্গি, মাগরখালী। বৃহত্তর যশোর জেলার ২৮টি নদী উচ্চ ভৈরব, নিম্ন ভৈরব, চিত্রা, বেগবতী, নবগঙ্গা, চান্দনাআরসাদি, কপোতাক্ষ, বারাসিয়া, এলেংখালি, পানগুবি, কবা, কালিগঙ্গা, কাঠিপাতা, দড়াটানার খাল, মরিছোপ, চাঁদখোনি, পাংগানী, নাইনপত্র সমুদ্র, বড় পাঙ্গা, কুমার, বড় গাংদিয়াদহ, আলমামদরপুর, ডাকোয়া, মড়াগড়াই, বারাসিয়া, পালং, চন্দনা, আত্রাই। বৃহত্তর ফরিদপুর জেলার ৬টি নদী পদ্মা, মধুমতি, কুমার (যশোর), আড়িয়াল খাঁ (বরিশাল), আতাই, মাদারীপুর বিল। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.