http://www.sonarbangladesh.com/blog/mdhasan/
যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অনেক আগে থেকেই সন্দেহ করে আসছে যে ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে বোমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে৷ তবে ইরানও সবসময় এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, বেসামরিক উদ্দেশ্যে তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে৷ গত অক্টোবার মাসে জাতিসংঘ প্রস্তাব দেয়, ইরান তার স্বল্পমাত্রায় সমৃদ্ধ ১২০০ কেজি ইউরোনিয়াম রাশিয়া এবং ফ্রান্সে পাঠাক এবং সেখানেই এই ইউরেনিয়াম উচ্চ মাত্রায় সমৃদ্ধ করা হোক৷ মূলত ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে পশ্চিমা দেশগুলোর চাপে ইরানকে এই প্রস্তাব দেয় জাতিসংঘ৷ তবে ইরান নিজের দেশের বাইরে ইউরেনিয়াম পাঠাতে অস্বীকার করে৷ এই নিয়ে অচলাবস্থা কাটাতে দুইদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তেহরান সফর শুরু করেন৷ রোববার তাঁর সঙ্গে যোগ দেন তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান৷ আলোচনা শেষে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগ্লু সাংবাদিকদের জানান, যে ১৮ ঘন্টার আলোচনা শেষে একটি সমঝোতায় উপনীত হয়েছেন তাঁরা৷ আজ সোমবার এই সমঝোতার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী৷
এর আগে অনেকটা আকস্মিকভাবেই শেষ মুহুর্তে তেহরান যান তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান৷ তেহরান যাওয়ার আগে তিনি জানান, ইরানের পরমাণু হাতবদলটি তুরস্কে হবে, এবং এই বিষয়টি আসন্ন চুক্তিতে যোগ করা হবে৷ এরদোয়ান বলেন, পরমাণু হাতবদলের বিষয়টি নিয়ে কাজ শুরু করার সুযোগ আমাদের রয়েছে৷ উল্লেখ্য, ইরান তার স্বল্পমাত্রায় সমৃদ্ধ পরমাণু ফ্রান্স ও রাশিয়ার কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানানোর পর তুরস্ক তার নিজ দেশে সমৃদ্ধকরণের এই প্রস্তাবটি দিয়েছিল৷ ইরান জাতিসংঘের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি মূলত তুরস্ক এবং ব্রাজিলের বাধার কারণেই৷ এই দুটি দেশ ইরানের সঙ্গে মধ্যস্থতা করার প্রস্তাব দেয়৷ তবে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আগাম ভবিষ্যতবাণী করে বলে রেখেছিলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার এই উদ্যোগ ব্যর্থ হবে৷ এখন দেখা যাচ্ছে, বরং লুলার উদ্যোগ যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে৷ উল্টো যুক্তরাষ্ট্রের এতদিনের যাবতীয় উদ্যোগ কিন্তু সেভাবে কোন কাজে দেয় নি৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।