আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পরে আবার ফিরা আসলাম সামুবাসীরে জ্বালাইতে! ওয়েল্কাম্ব্যাক টু মি...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ যেই কমেন্ট প্রদান করিয়া এই "মজা"টা লইসি তার লাইগা আমার দূঃখিত হবার কথা কিন্তু দূঃখিত হইলাম না! (ব্লগারগোর দয়ার শরীর নিজে থেইকাই সবাই ক্ষেমা দিয়া দিবে মাফ চায়া লাভ নাইক্কা) যাউগ্গা! কথা হইলো গিয়া আমি আবার ব্লগে "প্রত্যাবর্তন" করছি। (বানান ভূল হইলেও দয়ার শরীরের ফ্রী মাপ চাই) {এখানে মাপ শব্দটা মাফ অর্থে ব্যবহৃত। বড় ভাই-বোন কেউ উল্টাপাল্টা মানে বাইর কইরা আম্রে ঘাড় দিয়েন না} [*ঘাড় মানে মাইর-মুইর দিয়েন না] ওয়েল্কাম্ব্যাক কইতেও পারেন, নাও কইতে পারেন। আমি সামুতে আসা যখন আবার শুরু করছি থামতাসিনা! (পুরানারা মাত্রই আমার "পোষ্ট-বর্ষণ" এর কথা জানেন আর বুঝেন যে আমারে দমায়া রাখা সম্ভব না) হেহেহেহে... বহুতদিন পরে ব্লগে আইসা যায়গাটা অচেনা অচেনা লাগ্তাছিল। কিন্তু এই-টাইপ পোষ্ট লেখনের পরে বুঝলাম যে ঘরে ফিরা আইসি! (লাউ-ঠেলা) {{এই ঠেলার মানে জানিনা "দয়ার শরীরের" কেউ মানে যাইনা থাকলে জানায়া দিয়েন}} সবাই ভালো থাইকেন - হ্যাপ্পী হ্যাপ্পি ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।