গত ১২ই মে আমাকে ব্যান করা হয় “জন্মের আগেই মৃত্যু” শিরনামে একটি লেখা পোষ্ট করার জন্য । লেখাটি শুরু হয়েছিলো এবাবে - য়ারা খুব SENSITIVE তারা এই লেখাটির বাকি অংশ টুকু পরবেন না,এবং ছবি গুলো ও দেখবেন না । আমি এখন সবাইকে REQUEST করছি এই লেখাটির বাকি অংশটুকু পড়েন । আসলে ছবি গুলো এভাবে দেওয়া ঠিক হয়নি । এই জন্য আমি সকলের কাছে ক্ষমা পার্থী ।
আমি ব্যান থাকা আবস্থায় আমেকে UNBAN করার জন্য অনেকে আলাদা লেখা পোষ্ট করেছেন । এদের মধ্য সামিউল জাহান লিখেছেন " মৃনালের ব্যান এবং একজন শিবানী" মুরগী চোর লিখেছেন "Please , unban Mrinal !! ", জটিল লিখেছেন সমাজর অপ্রিয় সত্য যেসব বাস্তবতা সেগুলো গ্রহন করতে আমাদের সমস্যা কোথায় ?? শিরোনামে, এবং সিহাব চৌধুরী ও অন্যরা বিভিন্ন ভাবে আমেকে UNBAN করার জন্য প্রচারনা চালিয়েছেন । আমি সবার কাছে ঋণী ও কৃতজ্ঞ । আমার ইচ্ছা ছিল না এ বিষয়ে আর লিখার, কিন্তু কিছু মন্তব্য আমেকে নাড়া দিয়ে দিলো । অনেক মন্তব্যের ভিতর থেকে কিছু মন্তব্য এখানে দিলাম ।
[ছবি আমি সরানোর আগেই কর্তপক্ষ ছবি সরিয়ে ফেলে ]
মুরগী চোর বলেছেন; বিকেলে মৃণাল নামে একজন ব্লগার কিছু বিভৎস ছবি সহ একটি পোষ্ট দিয়েছিলেন, যেখানে কিছু প্রি ম্যাচিওরড এবোরটেড বেবী দের ছবি ছিল । ছবিগুলো আমাদের সমাজেরই বাস্তবতা ।
যাই হোক ছবিগুলো পাব্লিক ব্লগে পাব্লিশ করা অনুচিত ছিল, মৃণাল বুঝতে পেরে ছবিগুলো সরিয়েও নিয়েছিলেন । পরে উনি ছবি ছাড়া পোষ্ট দেন । সেই পোষ্ট টিও মুছে ফেলা হয় ।
এবং সবশেষে ব্যান । মৃণালের ব্যান কতটুকু যুক্তিযুক্ত? ব্লগে একদিকে রাজাকারি চলছে অবিরত, অন্য দিকে অশ্লীল গালাগালি, কর্তৃপক্ষের সেদিকে খেয়াল নেই, একজন নিরীহ ব্লগারকে এভাবে অন্যায়ভাবে ব্যান করার মানে কি?
মৃণালকে আনব্যান করা হোক ।
ত্রিভুজ বলেছেন: ব্যান করাটা ঠিক হয়নি... ঠিক কাজ অবশ্য বাংলাদেশের কোথাও হয় না...
ফারহান দাউদ বলেছেন: লঘু পাপে গুরুদণ্ড হয়া গেসে,এইটা ব্যান খাওয়ার মত এমন কিসু হয় নাই
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এইখানে শিবানীর মতো ব্লগাররা তাদের রাজত্ব কায়েম করে , সাধারণ নতুন ব্লগার কেউ না বুঝে ভুল করলে তাকে মোটাদাগে মাশুল দিতে হয় । বড়ই আফসোস
শফিউল আলম ইমন বলেছেন: ঠিক কথা। মৃণাল কে আনব্যান করা হউক।
ব্লগে রাজাকারদের পোষ্ট এবং গালিবাজদের পোষ্ট যখন দিব্যি প্রথম পাতায় স্থান পায় তখন মৃণালের পোষ্টে খারাপ কিছু দেখিনি। এটার মাধ্যমে আপনাদের একপেশে নীতিকে কি আবারো প্রমাণ করলেন না? আপনারাই বিবেচনা করুন।
হার্টবিট বলেছেন: ছবিগুলো আমাদের সমাজেরই বাস্তবতা। ছবি গুলো দেখলে হয়তো অনেকে সচেতন হবে। তাই ব্যান করার কি আছে?
এখনই আনব্যআন করা হউক....
সামিউল জাহান বলেছেন:
একজন শিবানী
শিবানীর ব্যাপারটা বুঝলাম না
হেয় আসলে কি?নামে তো হিন্দু লাগে, দূর্গা দেবীর
ছবি লাগাইছে, কথাবার্তায় তো দেশবিরোধী, বঙ্গবন্ধুরে নিয়া উল্টাপালটা লেখা দিছে বেশ কয়েকবার, সবে ধূমসে তারে কমেন্ট করতাছে,তারে তো কেঊ ব্যান করার লাইগা কয়না, সে গু আজম আর বঙ্গবন্ধুরে নিয়া লেখা দিছে,তারে তো কেঊ ব্যান করার লাইগা কয়না।
আজকে মৃনাল নামে একজন কয়েকটা ছবি দিছিলো ,ছবিগুলা বীভতস ছিলো,এবং তার নিক ব্যান করা হইছে, ব্যান প্রথা একটি অন্যায়, অথরিটি তার লেখা মুছে ফেলতে পারত, না তারে ব্যান কইরা দিছে, কিন্তু এই ব্লগে যারা দেশবিরোধী লেখা লেখে, তাদের তো ব্যান করা হয় না , ব্লগেতো প্রচুর দেশবিরোধী আছে, তারা গূ আজমের উক্তি তুইলা ধরে, তাগো প্রেস রিলিজ করে। মৃনালের নামে লেখা দিয়া শিবানি তার নিজের কাসুন্দি ঠিকই
গাইছে কমেন্টে।
শফিউল আলম ইমন বলেছেন: মানুষ না জানলে প্রতিকার করবে কিভাবে??? মৃণাল জানিয়ে খারাপের কিছু তো করেনি। কতৃপক্ষ আপনারা বাস্তবতা কে মেনে নিতে শিখুন। তাকে আনব্যান করুন।
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভেবে দেখিনি তখন , ছবিগুলো ব্যস্ততার মাঝে একবার দেখেছিলাম । পোস্ট টা পড়ে নতুন করে ভাবছি , ভার্সিটি ক্যাম্পাসের মাঠের কোণে একবার একসাথে পাওয়া গিয়েছিল ৬ টি মৃত শিশু । সেদিন আমরা সবাই এসকেপিস্টের ভূমিকাই নিয়েছিলাম।
আর ছবি দেখতে না চাইলেও এ ব্যাপারটা গুরুত্বের সাথে আলোচিত হওয়া উচিৎ ।
-------------------------------------------------
ব্যাপারটা নিয়ে ভেবে দেখবার সময় এসেছে
আপনি কি ভাবছেন গর্ভপাত নিয়ে ???????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।