এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
কারেন্ট নাই।
বাসায় স্যার পড়াইতে আসছে। মোমবাতির আলোতে পড়তেছি। পাশের বাসার পিচ্চিরে পিচ্চির আম্মা পড়াইতেছে। : "ইলিশ মাছ সাগরে থাকে। ডিম পাড়ার সময় নদীতে আইসা ডিম পারে।
বুঝছো?" পিচ্চি শুইনা বললো, "বুঝছি, ইলিশ মাছ সমুদ্রে থাকে। ডিম পাড়ার সময় নদীতে আসে। ডিম পাড়ে। ....." পিচ্চি এইখানে থামলে হইতো। কিন্তু থামলো না।
পিচ্চি বলতেই থাকলো, "তারপরে সেই ডিম থিকা আবার ইলিশ মাছ বাইর হয়। সেই ইলিশ মাছ বড় হয়। তারপর সমুদ্রে চইলা যায়। ডিম পারার সময় আবার নদীতে আইসা ডিম পারে। সেই ডিম..............." পিচ্চি আবার শুরু করতেছে দেইখা পিচ্চির মায় কইলো, "বুঝছি।
তুই বুঝতে পারছিস। এইবার থাম............... "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।