বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন নিসা রোমিয়েন। এছাড়া বুনথান আনুঘাত দুটি এবং অধিনায়ক নাফাত সিসরাউম, ন্যাম থুং ও রুবেথ রিজালো একটি করে গোল করেন।
প্রথম ম্যাচে লড়াইয়ের প্রতিশ্রুতি দেয়া বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী এত বিশাল ব্যবধানে হেরে স্বাভাবিকভাবেই হতাশ। খেলা শেষে তিনি বলেন, “ভাবতেই পারিনি এত বড় ব্যবধানে হারতে হবে। প্রথম ১৫ মিনিট মেয়েরা ভালোই খেলেছিল।
কিন্তু এরপর আর পেরে ওঠেনি। আসলে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক এগিয়ে। ”
“আমরা মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওরা আমাদের ওপরে চেপে বসে। আশা করি পরের দুটো ম্যাচে মেয়েরা ভালো খেলবে। ”
দিনের প্রথম ম্যাচে ফিলিপাইন ৬-০ গোলে ইরানকে হারিয়েছে।
একটি করে গোল করেন হ্যাথার কুক, মিজান মারি, জেসি অ্যান, জোনা ভিয়া ও শেলবি সালভেকন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।