আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিক গণমূখী বাজেট চাই

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

গতকাল শ্রীমঙ্গলে সুপ্র মৌলভীবাজার জেলা কমিটি কর্তৃক প্রাক বাজেট সেমিনার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিক গণমূখী বাজেট চাই শীর্ষক সেমিনার এ ছাত্র যুবক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি,এনজিও, সিবিও, গণ্যমান্য ব্যক্তি এবং পদস্থ সরকারী কর্মকতাদের উপস্থিতিতে সুসম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়েজ আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা সম্পাদক সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন ফয়েজ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জয়শ্রী চৌধুরী শিখা, সুপ্র কেন্দ্রীয় সচিবালয়ের জনাব মোস্তাফিজুর রহমান, সেমিনার সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুপ্র জেলা সম্পাদক মোঃ মোমিনুল হোসেন সোহেল, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, মামুন আহম্মেদ, পরিক্রমার সম্পাদক সাংবাদিক এম.ইদ্রিস আলী, এনজিও কর্মী এস এ হামিদ, ছাত্র মৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখা আহবায়ক তাপস কুমার ঘোষ প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্র কেন্দ্রীয় সচিবালয়ের প্রতনিধি মসতাফিসুর রহমান। গণমূখী বাজেট এর প্রত্যাশায় তৃণমূল পর্যায়ে প্রাক বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় বাজেট প্রনয়নের আহ্বান জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.