বিভিন্ন যন্ত্রের কাজ:
১. ট্যাকোমিটার- উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র।
২. ক্যালিপার্স- ক্ষুদ্র ব্যাস ও ব্যাসাদ্ধ নির্ণয়ক যন্ত্র।
৩. ক্যালরিমিটার-তাপ পরিমাপক।
৪. কার্ডিওগ্রাফ- হৃদস্পন্দন লিপিবদ্ধ করবার যন্ত্র।
৫. ক্রোনোমিটার- সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ক।
৬. জেনারেটর/ডয়নামা- যান্ত্রিক শক্তিকে বৈদ্যতিক শক্তিতে রুপান্তরক যন্ত্র।
৭. ডায়নামোমিটার- বিদ্যুৎ শক্তি পরিমাপের যন্ত্র।
৮. ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র।
৯. হাইড্রোমিটার- তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ক যন্ত্র।
১০. হাইড্রোফোন- পানির তলায় শব্দ নিরুপণের যন্ত্র।
১১. হাইগ্রোমিটার- বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাক যন্ত্র।
১২. ল্যাকটোমিটার- দুধের বিশুদ্ধতা নির্ণয়ক যন্ত্র।
১৩. ম্যানোমিটার- গ্যাসের চাপ নির্ণয়ক।
১৪. ওডোমিটার- মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্র।
১৫. পাইরোমিটার- উচ্চ তাপমাত্রা পরিমাপ যন্ত্র।
১৬. পেরিস্কোপ- সাবমেরিন থেকে সমুদ্রের ওপরের জাহাজ দেখার যন্ত্র।
১৭. রেইনগেজ- বৃষ্টি পরিমাপক যন্ত্র।
১৮. সিসমোগ্রাফ- ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র।
১৯. সেক্সট্যান্ট- সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক।
২০. থার্মোস্ট্যাট- নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রনক্ষম স্বয়ংক্রিয় যন্ত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।