ভোলা জেলার লালমোহনের মেঘনায় পুলিশের সঙ্গে জলদস্যু'র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জলদস্যু নিহত এবং পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।
লালমোহনের বুড়ির ধন এলাকায় আজ রবিবার ভোরে পুলিশের একটি টিম টহল দেয়ার সময় পুলিশকে জেলে মনে করে জলদস্যুরা আক্রমণ চালায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর দস্যুরা মনপুরার কলাতলীর চর এলাকায় পালিয়ে গেলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে গুলি চালাতে থাকে। উভয়পক্ষের মধ্যে ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত থেমে থেমে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জলদস্যু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পুলিশ। তবে হতাহতের সংখ্য আরো বাড়তে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।