আমাদের কথা খুঁজে নিন

   

বন্যায় ঈদ ম্লান ভোলার ৫০ গ্রামে

চারদিকে ঈদের আমেজ বিরাজ করলেও ঈদের আনন্দ নেই ভোলার নদী ভাঙন কবলিত এলাকা ও বানভাসী মানুষের। জেলার ৫টি উপজেলার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া ছিন্নমূল ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এসব মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। নদী ভাঙন আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে তারা এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের দিন কাটছে কষ্টে। ঈদ হাসির পরিবর্তে তাদের কান্না বয়ে এনেছে।

জানা গেছে, ভোলার নদীর উপকূলবর্তী এলাকায় বাস করেন লাখো মানুষ। দিন মজুর, জেলে ও আর ক্ষেতখামারে কাজ করে খাবার জোটে তাদের। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এসব এলাকার মানুষ জানমাল। এরপর ৪ দফা জোয়ারের পানি তাদের সব কিছু কেড়ে নেওয়ার পর গত তিনদিন ধরে আবারও প্লাবিত হয়েছে তাদের ঘরবাড়ি। শুক্রবার ভোরে ঈদের দিনও পানিতে প্লাবিত হয়েছে জেলার অন্তত ৫০টি গ্রাম।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.