কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
তোমার জন্য রাখ-ঢাক করে নিলাম
তুমি ভিষণ করছো মুনাফিকি
প্রাণের সাথে গড়েছো সখ্যতা
বলছো মানুষ তোমার ধর্মটা কি?
তুমি কেমন ধর্ম বুঝেছো যে
বস্তু ধর্ম ভেতর থেকে আসে
মানুষ ধর্ম রদ্দুরে পোড়া পাখি
উড়তে পারে নানান সর্বনাশে
তোমায় কেমন ছুটি দেব বল
তোমার সাথে আমার প্রণয় কিযে
বংগে তুমি বার মাইস্যা ভুত
তোমার সাথে বুদ্ধিতে যাই যুঝে
তোমার বুঝি মর্মান্তর নেই
বিষয় ফেরি করছো যত দিনের
তা থৈ ঘটে ধর্মান্তর তত
আদ্যাশক্তি নিজেই খোঁজে নিজের
তোমার ধর্ম বুঝেছি রতন
যত্ন করে হাতপাখাটা রাখি
বিষয় যাবে মতান্তরে নিলে
মানুষ কেবল রদ্দুরে পোড়া পাখি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।