যখন তখন ওভাবে
আমার দিকে কেন তাকাস,
আমি কিন্তু খুব বেশী নই
বড় জোর সাতাশ-আটাশ।
ইচ্ছে করেই মাঝে মধ্যে
কেন হোস বে-সামাল,
আমারও আছে লাঙ্গল জোঁলায়
আমিও চাষতে জানি, দিতে জানি হাল।
ঘরের পাশে ব্যালকনিতে
তোর উচ্ছাস কেন ঝোলে,
তোর ডানায় অস্থিরতা
আমার পাড়ায় ঝড় তোলে।
ঝড়ে যদি লন্ডভন্ড হই
পতিত জমি দখিল নেবোই।
১২/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
রাত ২টা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।