নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন বাংলাদেশ জাতীয় হকি দল। আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মহাপরাক্রম দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য তাই ‘ভালো খেলা’। বিশ্ব হকি র্যাঙ্কিংয়ের ৩১তম দল (বাংলাদেশ) যখন ছয় নম্বর দলের (দক্ষিণ কোরিয়া) মুখোমুখি, তখন লক্ষ্যটা নির্দিষ্ট করা আসলে কঠিনই।
বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুর রহমানও (চয়ন) নির্দিষ্ট করে আজকের ম্যাচ নিয়ে কিছু বলতে চাইলেন না। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া অত্যন্ত শক্তিশালী দল।
কোনো কোনো ক্ষেত্রে তারা ভারত ও পাকিস্তানের চেয়েও শক্তিশালী। হকির এশিয়া মহাদেশীয় শক্তিগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াই সবচেয়ে সফল দল। ’
এমন শক্তিধর একটি দলের বিপক্ষে তাই কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে চান না মামুনুর, ‘কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে হবে। ’
হকিতে কোরিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দ্রুতগতি। একই সঙ্গে কুশলী স্টিকওয়ার্কের মিশেল ঘটিয়ে তারা নিজেদের পরিণত করেছে বিশ্ব হকির অন্যতম সমীহ জাগানিয়া দলে।
কোরিয়ার মতো প্রতিপক্ষ নিজেদের গ্রুপে থাকার কারণে বাংলাদেশের প্রস্তুতিটাও হয়েছে সেই অনুযায়ী। বাংলাদেশের পাকিস্তানি কোচ নাভিদ আলম কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত করেছেন ‘স্ট্রেস সিচুয়েশন’ তৈরি করে। কোরিয়ার দ্রুতগতির আক্রমণ ঠেকাতে এই কঠিন পরিস্থিতি বা স্ট্রেস সিচুয়েশন অনুশীলন খুবই কাজে আসবে বলে আশাবাদ তাঁর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।