আমাদের কথা খুঁজে নিন

   

আলোচিত খবর, 'এমপিও তালিকা স্থগিত'

ভালো মানুষ হতে চাই

দেশের একাধিক গনমাধ্যমের প্রথম পাতায় দেখা যায় এমপিও তালিকা স্থগিত হবার খবরটি। এমপিও তালিকা নিয়ে সরকারের নীতিনির্ধারকের অসন্তোষের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। তবে এ অসন্তোষ যে নীতি নির্ধারকদের ব্যক্তিস্বার্থগত তা বলার অপেক্ষা রাখে না। যাদের আবদার বা অনুরোধ শিক্ষামন্ত্রী রাখতে পারেননি ,তারাই শিক্ষামন্ত্রীর বিরোধীতা করছেন এটা অনেকটা পরিষ্কার। আজ আরেকটা গুজবের খবরও প্রত্রিকায় এসেছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর। আনিত অভিযোগের সাথে আপোষ করে মন্ত্রী থাকার চেয়ে, অন্যায় আবদার বা অনুরোধের কাছে হার না মেনে পদত্যাগ করাই শ্রেয়। আমাদের পাশের দেশে এ ধরনের কালচার অনেক আগেই শুরু হয়েছে। আমাদের দেশেও এর প্রচলন শুরু হওয়া দরকার। অবশ্য ভারতীয়রা দেশের প্রতি যতটুকু দায়িত্ব নিয়ে কাজ করে, আমাদের দেশের নেতারা নিজের প্রতিও অতটুকু দায়িত্ব বোধ করেন না।

কবে আমাদের দায়িত্ববোধ জন্ম নিবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।