আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: ভালোবেসো তবুও।



এই চোখে চেয়ে দেখো, কত কথা লেখা আছে সেখানে; পড়ে দেখো, চোখের পলক ফেলে। রাতে ভাবি, কত কথা বলবো তোমায় কাল; দেখা হলে ভুলে সব, হয়ে যাই নিরব। নয়নহরণী, আমি চেয়ে থাকি পরতিক্ষণ, চোখের সামনে না থাকলেও চোখে ভাসো সারাক্ষণ। পোড়া এই চোখ দুটো আর কিছু পায় না, তোমায় ছাড়া আর কিছু দেখতেও সে চায় না। স্বপ্ন তুমি , জাগরণেও ফিরে ফিরে আসো। আর কিছু চাই না - শুধু আমায় ভালোবাসো। ভালোবাসার এই নেশা কাটবে না কভু, না থাকলে আমি , ভালোবেসো তবুও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.