কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
আজ সকালের দিকে ব্লগার মাহমুদুর রহমান রাজু তার Click This Link পোস্টে অভিযোগ করেন কোন এক লেখাচোর তার একটি লেখা হুবহু নিজের ব্লগসাইটে অনুমতি না নিয়ে প্রকাশ করেছে।
খেয়াল করে দেখলাম, উক্ত লেখাটি সামুর 'রঙধনু' নিকের এক ব্লগারের যে কিনা আমার একটি লেখার অনেক অংশ লাইন বাই লাইন কপি করে এর আগে পোস্ট করেছে। বিষয়টি ঐ পোস্টে উল্লেখ করতেই উক্ত রঙধনু নিকের ব্লগার আবার আমাকে চ্যালেঞ্জ করছে কোথায় সে কপি করেছে সেটা প্রমাণ করার জন্য।
খোঁজ- দ্য সার্চ মুভির এই রিভিউটি আমি পোস্ট করছি ১৬ এপ্রিল। তার কিছু অংশর স্ক্রীনশট দিলাম-
আর উক্ত রঙধনু নিকের ব্লগারের পোস্টের অংশ বিশেষ-
এই পোস্টের লেখার সাথে নাকি ব্লগার ফারা তন্বীর Click This Link রিভিউ-এরও অনেকাংশে মিল আছে যেটা ব্লগার আকাশ_পাগলার পর্যবেক্ষণে ধরা পড়েছে।
এখন দেখুন, চোরের গলা কত্ত বড় হতে পারে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।