আমাদের কথা খুঁজে নিন

   

চোরের বাড়ি হয়না দালান

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে চোরের বাড়ি হয়না দালান এই কথাটা সত্যি নয় যার বাড়িতে হয় না দালান সেতো আসল চোরই নয়। । পাকা চোর হলে পরে মুদি দোকানীর ঘরে পাবে -গাড়ি সারি সারি ললনাও রঙ বাহারী মিলবে তাদের ঈশারায়... চোরের বাড়ি হয়না দালান এই কথাটা সত্যি নয় যার বাড়িতে হয় না দালান সেতো আসল চোরই নয়। । চোরের সাথে করছে পিরিত আমার দেশের রাজনীতি সত্যি কথা কইলে পরে দেখায় তারা ভয় ভীতি।

। ভাঙ্গে কোমর সাধু যারা রাতারাতি বাস্তুহারা হইবে তারা আর কত?। । চোরের কোমর ভাঙ্গতে হবে ডাক দিয়ে যাই অবিরত। মানুষ , ডাক দিয়ে যাই অবিরত।

। চোরের বাড়ি হয়না দালান চোরের বাড়ি হয়না দালান এই কথাটা সত্যি নয় যার বাড়িতে হয় না দালান সেতো আসল চোরই নয়। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।