আমাদের কথা খুঁজে নিন

   

চোরের মায়ের বড় গলা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গতকাল টিভির খবরে জাতীয় সংসদের একটি খবর দেখছিলাম। সেই খবরে দেখলাম স্পীকার এডভোকেট আবদুল হামিদ সংসদের সামনের সারিতে প্রধানমন্ত্রী ছাড়া আর কোন মন্ত্রী উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করলেন। স্পীকারের ভাষাটা ছিল অনেকটা এরকম, "মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও সামনের সারিতে মন্ত্রী/এমপিদের এরকম অনুপস্থিতি আমি ভালো চোখে দেখছিনা। " আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য হয়েও স্পীকার যে গতকাল এই নিরপেক্ষ ও সাহসী বক্তব্য রেখেছেন, সেজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।

এমনিতেই আমাদের সংসদে কোরাম সংকট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার, তারউপর প্রধানমন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও প্রথমসারির সবাই এভাবে অনুপস্থিত থাকাটা শুধু দৃষ্টিকটুই নয়, মন্ত্রী/এমপিদের চরম দায়িত্বহীনতারও পরিচায়ক। ঘটনা এখানেই শেষ হলে কথা ছিলনা। গতকালের ঐ ঘটনার জের ধরে আজ সংসদে দাঁড়িয়ে বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী স্পীকারের গতকালের বক্তব্যের সমালোচনা করে বলেন, মন্ত্রী/এমপিরা কখন সংসদে থাকবে না থাকবে, সেটা দেখার দায়িত্ব নাকি স্পীকারের না! স্পীকারের নাকি কোন অধিকার নাই তাদের অনুপস্থিতি নিয়ে এভাবে কথা বলার! এভাবে মন্ত্রী/এমপিদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করায় নাকি ব্যাপারটা বিরোধী দলের জন্য সুবিধা হয়েছে! ভাবুন একবার আমাদের দেশের অথর্ব মন্ত্রী/এমপিদের কথা, অপরাথ তো করবেই, সেই অপরাধের কথা তুলে ধরাটাও দোষের হয়ে যায়। কি নির্লজ্জ আমাদের দেশের রাজনীতিবিদরা, ভাবুন একবার। এ যেন চোরের মায়ের বড় গলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।