আমাদের কথা খুঁজে নিন

   

তোমার গহীনে দহনে দহি দোহে সুবাসিত সুরালোকে



তোমার গহীনে দহনে দহি দোহে সুবাসিত সুরালোকে __শাফিক আফতাব শীতের চাদরে মুড়িয়ে রেখেছো উষ্ণতা নরম উত্তাপগুলো ঢেকে রেখেছো অন্তর্বাসে ঘ্রাণময় হলো বাতাস তোমার শ্বাসে অমনি জন্ম নিলো এক গীতিকবিতা। কবিতার অন্তমিলে তুমি দিলে অনুরাগের হাত অনুপ্রাসের প্রান্তিক মিলে আমরা নিবিড় হলাম ক্ষণপরে আবহমানতার জমি নিলাম, নিলাম মেঘলা আকাশে তখন হলো এক পশলা বৃষ্টিপাত। তুমি নিবিড় হলে এক অনবদ্য কবিতার ছন্দ ভাসে পৃথিবীর প্রতিটি তৃণলতা আর ধূলোমাখা পথ সুন্দর হয় সেই নেশার টানে রাজ্য ছাড়ে রাজার তনয় স্বর্গ নামে তখন তোমার আমার প্রেমের অবকাশে। তোমার গহীনে দহনে দহি দোহে সুবাসিত সুরালোকে চলো পৃথিবীর পর্দা ফুড়িঁ যা বলে বলুক দেশের লোকে। ১০.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.