একজন খুব সাধারণ মানুষের পবিত্র থাকাই সবচেয়ে বড় শক্তি মোহাম্মাদ হাবীব উল্লাহ কতটুকু ক্ষরন হলে রক্ত পরিশুদ্ধ হয় কতটুকু দহনে জীবন জ্বলে পলে পলে আলোকিত হয় অন্ধকার হৃদয়। কতটুকু মূল্যে শোধ হয় জীবনের দায় যন্ত্রনায় আগুনে পুড়ে পুড়ে ছাঁই হয়ে যায় অবশেষে বোধ আর আবেগের ধূঁপ কতটুকু বেদনায় কবিতায় প্রস্ফুটিত হয় বিষাদের স্বরুপ। কতটুকু আঘাতে পাথর ভেঁঙ্গে প্রতিমা হয় ঘুম ভেঁঙ্গে জেগে উঠে শুষ্ক ঝরনার ধারা কতটুকু ক্রোধে নদী তীর ভেঁঙ্গে গ্রাম জনপদ করে লয় কতটুকু উচ্ছ্বাসে নদী হয় পূর্ণ জলবতী, চঞ্চল বাধন-হারা। কতটুকু শূন্যতায় মানুষ নির্ভার, অবমুক্ত হয় সহজে ছুড়ে ফেলে অবসাদ পথে নেমে যায় কতটুকু হারালে মানুষ জীবনের অর্থ খুঁজে পায় অবহেলায় ফেলে যায় নাম, ঠিকানা, জীবনের সঞ্চয়। তারিখ-১৬-১২-২০১২ খৃঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।