আমাদের কথা খুঁজে নিন

   

~~~মাকে খুঁজি ~~~

কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।
তোমার ছোয়াঁ পাব বলে আমি সাগরের কাছে ছুটে যাই।। সাগরের এলোমেলো বাতাস আমাকে জড়িয়ে ধরে, কই সেতো তোমার মত আমাকে জড়াতে পারে না। আমি ফসল ভরা মাঠে বাতাসের নাচন দেখি। সেই দোলাতে ধানের ক্ষেতে ঢেউ উঠে, তাকে তোমার শাড়ির আঁচলের ঢেউ ভেবে বিভোর হয়ে তাকিয়ে থাকি। আমি ঝুম বৃষ্টিতে গা ভেজাই মুখ তুলে দেই আকাশ পানে, তোমার ভেজা হাতের পরশ পাব বলে। আমি চাঁদের হাসিতে নিজেকে ভাসিয়ে দেই রুপালী চাঁদ আকুল হয়ে আমার কাছে ছুটে আসে আমি ওর কাছে কাঙ্গালের মত খুঁজি তোমার সেই মধু মাখা হাসি। সাগরের বাতাস আমাকে তোমার মত করে ছোঁয় না ধানের ক্ষেতের ঢেউতো তোমার আচঁলের মত দোলে না বৃষ্টিতে তোমার ভেজা হাতের ছোঁয়াতো পাই না চাঁদের হাসিতো তোমার হাসি হয় না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।