আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদল এবং ছাত্রলীগ

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

ছাত্রদল এবং ছাত্রলীগ এক মায়ের দুই জমজ সন্তান। এরা দেখতে যেমন এক, তেমনি কাজে, কর্মে, চিন্তায়ও এক। সন্ত্রাশীদের আবার রকম কি? যখন যে সুযোগ পায়, দেশ সেবার নামে নিজের সেবা করে। অর্থ, মেয়ে, মদ যারা মাধ্যমে জীবন রঙিন হয়, সেই রঙিন পানির নেশায় মত্ত।এরা কখনও সত্য বলতে পারে না।নিজের অধিকার আদায়ে এরা সিদ্ধহস্ত। এদের একজন সামনে আসলে আরেক জন গুহায় প্রবেশ করে তাকে ভালোভাবে খাওয়ার সুযোগ করে দিতে।কিন্তু এরাতো নিষ্পাপ হয়ে জন্মেছিল, নাকি জন্মতেও এদের পাপ ছিল? আমার দেশের প্রখ্যাত রাজনীতিবিদরা এই হিংস্র জানোয়ারদের পুশে থাকেন। কি পুত-পবিত্রই না তারা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.