মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার ভোরের আগে তাদের গ্রেপ্তার করা হয়।
ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাসা থেকে ছাত্রদল সভাপতি ও সহ সভাপতিকে পুলিশ নিয়ে যায়।”
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর রাজারবাগ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকেও গ্রেপ্তার করে পুলিশ।
আর বুধবার রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির মহানগর আহবায়ক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করে র্যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।