আমি বেঁচে আছি আমার ভালো লাগাগুলোকে নিয়ে
নিজেকে খুঁজে পাওয়ার স্বপ্ন আমার সবসময় ছিল,
এটা সেটা করে নিজেকে বাজিয়েও দেখেছি অনেক,
মাথায় হ্যাট পড়েছি,কানে দুল লাগিয়েছি,
ঢোলাঢালা প্যান্ট ছেড়ে জিন্স ধরেছি,
দামী ঘড়ি আর হাতের ব্রেসলেটও কিনেছি অগুণতি।
রাতজাগা পাখিদের কাছে ধোঁয়ার দীক্ষা নিয়েছি,
গীটারে তাল তুলে গানও বেঁধে দেখেছি,
সবুজ ঘাসে শুয়ে মেঘ গুণে কবি হয়েছি কতবার,
রঙ্গিন বোতল হাতে আড্ডা মেরেছি ভীষণ দার্শনিক ।
কীটের মত বই খেয়েছি এককালে হাজার হাজার
গভীর আলিঙ্গনে শুঁকে দেখেছি ওদের কামনীয় গন্ধ,
বোধের ফেনায় আবেগ ঢেলে পুলকে হয়েছি বিলীন।
প্রকৃতিবাদী,নারীবাদী,উগ্রবাদীদের ভীষণ খুঁড়েছি,
রূপান্তরের ধ্যান করেছি বসেবসে মনেপ্রাণে।
ঘুম ভেঙ্গে বলে উঠেছি নিজেকে খুঁজে পেয়েছি এবার-
এত অন্তহীন আমাকে কখনও ভেবেছি ঈশ্বর।
তবুও নিজের ছায়াকে মনে হয় নিদারুণ অচেনা ,
চোখের তারায় নিজেকে এখনও খুঁজে না পাওয়ার বেদনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।