আমাদের কথা খুঁজে নিন

   

অভাব



দাদা বাদাম নিন,সল্টেড বাদাম টক ঝাল নোনতা বাদাম। বালিতে ভাজা খোসা ছাড়ানো, গোটা দানার বাদাম। খেয়ে দেখুন,একটাকা,দুটাকা প্যাকেট গাড়িতে বসে খান ভালো লাগলে বাড়িতে নিয়ে যান। শীতের সকাল,খালি পায়ে,ছেঁড়া জামা গায়ে, অনেকদিন মাথা আচড়ায়নি মুখে তার সদা চিন্তার হাসি কেউ ঘুমাচ্ছে, কেউ বা তাস খেলছে অনেকেই দাড়িয়ে,বসে, জেগে। কেউ করুনা করে তাকাল; কেউ দাঁত চেপে হাসলো, ভাবলো! দু-একজন কয়েকটা প্যাকেট নিল তারা ভাবলো শিশুটির উপকার, কিন্তু এতে তার অভাব ঘোচেনি পেট ভরে খাওয়ার অন্ন জোটেনি। কারণ কামরায় ছিলো করুনার ভাব আসলে সেথায় ছিল হিতের অভাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।