আমাদের কথা খুঁজে নিন

   

অভাব

এবারের মরশুমে , প্রচুর গরম ফলেছে।
বাইরে বেড়োলেই—
অনুগত দুপুরগুলো দুর্বৃত্ত ছুরির ফলার মতো গায়ে বিঁধতে থাকে।
অথচ জীবনকে ছিটকেনির বাইরে নিয়ে আসতেই হবে।
বৈশাখের এমনই ধোঁয়া-ধোঁয়া দুপুরে দেখা গেল
বাসস্টপে কলেজ ফিরৎ একটি মেয়েকে।

কয়েকটা যুবক তার সামনেই ছিল।


হঠাৎ তাদেরকে কে যেন সমুদ্র উপকূলে নিয়ে গেল।
এরপর থেকেই তারা নিজেদেরকে অসম্ভব আগলাতে থাকে।
তারপরই শুরু হয় দিবাস্বপ্ন।
অভিজ্ঞরা যাকে মতিভ্রম বলেন।
মেয়েটির চিবুকে লিপিবদ্ধ দুঃসময়ের ঘাম।


মোচার খোলার মতো রমণী ঘ্রাণ বেড়িয়ে আসে শরীর থেকে।
যুবক ছেলেকটি এখনই বুঝি ভয়ংকর জুয়ারির মতো
মনে মনে নীল-সাদা জলে আত্মঘাতী হবে।
কিন্তু কার সঙ্গে ?

সেসব ভেবে ওঠবার আগেই
বাসস্টপে বাস এসে পড়ে। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।