রাস্তার ওপারে খোলা নর্দমার পাশে
কুকুরটি খাচ্ছে পরম আয়েশে
ন্য় কাদির বাবুর্চির বিরিয়ানি
নয় বনফুলের বাখরখানি
মাংসসহ হাড্ডি নয়, যেন রতন
এপারে তাকিয়ে দেখছে কচি দুটি নয়ন
দেখছে আর লব গিলছে, দিতে চাইছে হায়না
হতভাগা, কতদিন ধরে যে সেই হাড্ডি ও পায়না।
কেমন এমন ভাগ্য তার
লেখা নেই যে কোন খাবার
কুকুরটার তো ভাগ্য বেজায় ভালো
নর্দমায় হলেও, খাবার খেতে পেল
ক্ষিদেয় পেট তার চু চু করছে
খাবারের যন্তনায় ধুকে ধুকে মরছে
না পারছে দিতে হায়না
না এ খাবার সে চায়না
তবু ও, করবে কি সে
মরন ও হয় না তার নর্দমার বিষে
সে আসার আগেই কুকুর হাড্ডি নিয়ে যায়
অবশিষাংসই সে পেট পুরে খায় ।
এই ঘঠনাই ঘঠে যায়, প্রতিদিন আমাদের সোনার বাংলায়।
বালা না লাগলে কইয়েন। ডিলিট কইরা দিমু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।