নাগরা জুতায় বর সাজে
বিয়ের যত বাদ্য বাজে।
বর যায় বৌয়ের বাড়ি
নাগরা নিয়ে কাড়াকাড়ি ।
বর যাবে কনের কাছে
নাগরা নিয়ে বাগড়া আসে
মিটাতে নাগরার বিবাদ
সবাই শোনে চড়া নিনাদ।
তারপরেতে খসলো টাকা
বরের খুললো ভাগ্যচাকা,
কিসের আওয়াজ শোরগোল
বৌ পেয়েছে বরের কোল।
বাজনা বাজাও বাজাও ঢোল
রে রে বৌ পেয়েছে বরের কোল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।