আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ বরের খোঁজে মল্লিকা

শোবিজ জগতের কাউকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মল্লিকা শেরওয়াত। বর হিসেবে খুঁজছেন খুব সাধারণ একটা ছেলেকে যে কিনা তার দেহ নয়, মনকে বুঝবে। সেক্ষেত্রে ছেলের আয় কম হলেও আপত্তি নেই এ বলিউড সেক্স সিম্বলের।

সম্প্রতি টিভি শো ‘ব্যাচেলরেট ইন্ডিয়া’র এক সংবাদ সম্মেলনে নিজের বিয়ে সম্পর্কে এভাবেই খোলামেলা বলেন মল্লিকা। ৭ অক্টোবর থেকে ‘লাইফ ওকে’ চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে।

বলেন নিজের ভাললাগা, ভালবাসার কথা। জানিয়ে দেন তার নরেন্দ্র মোদিকে ভালোলাগার কথাটি। রাহুল গান্ধীর প্রতি তার যে কোন আগ্রহ নাই সে কথাও সোজা সাপটা জানিয়ে দেন। শোবিজে আসার আগের জীবন সম্পর্কে মল্লিকা বলেন, ''আমার একজন বয়ফ্রেন্ড ছিল। খুব সিরিয়াস সম্পর্ক ছিল তিন-চার বছর।

আমি মুম্বাই আসার সময় আমাকে সহায়তাও করেছে। কিন্তু, আমি সিনেমায় জড়াব বলায় ও খুব অনিরাপদ বোধ করছিল। আমাকে আল্টিমেটাম দিয়েছিল- হয় ফিল্ম নয়তো সে। তারপর থেকে সে আমার সঙ্গে প্রতারণা শুরু করে। আমাকে বলা ছাড়াই আরেক জায়গায় জড়িয়ে যায়।

''

হলিউডে কাজের জন্য প্রায়ই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যেতে হয় মল্লিকাকে। কোন বিদেশিকে বিয়ে করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে মল্লিকার উত্তর- সেখানে যাই কাজের জন্য। আমাদের চেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে তারা এগিয়ে। তাদের কাছ থেকে শেখার আছে। কিন্তু মানবিক সম্পর্ক আর আবেগের অভাব আছে তাদের।

বিয়ে ভারতের কাউকেই করব।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.