বাংলাদেশ সামরিক অস্ত্র আমদানিতে ২৪তম অবস্থানে রয়েছে। আর এ তথ্য ওঠে এসেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক সমীক্ষায়।
সুইডেনভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১২ সালে বাংলাদেশ ২৫৩০.৩ কোটি টাকার অস্ত্র আমদানি করেছে।
এ ব্যাপারে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ জানান, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা উচিত। তবে অস্ত্র কেনায় স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যেহেতু এসব অস্ত্র জনগণের টাকায় কেনা হয়, তাই কিভাবে এ অর্থ ব্যয় হচ্ছে তা জানার অধিকার জনগণের আছে।
উল্লেখ্য,২০১২ সালে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। দ্বিতীয় অবস্থানে আছে চীন। পাকিস্তান রয়েছে পঞ্চম অবস্থানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।