আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করিঃ ২য় পর্ব!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আমরা কি সবাই প্রিয় বাংলাদেশের সব এলাকার বিখ্যাত খাবারের নাম জানি? অথচ অনেক জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি, যদি ঐ এলাকার সুস্বাদু খাবারের নাম জানেন, হয়ত ঘুরে বেড়ানোর সময় রসনা তৃপ্তি করতে পারবেন। এই লক্ষ্যে আগে পোষ্ট দিয়েছিলাম সারা বাংলাদেশের বিখ্যাত ও সুস্বাদু খাবারের তালিকা করতে। অনেকেই অভূতপূর্ব সাড়া দিয়েছেন। সব আপডেট নিয়ে আবার পোষ্ট দিলাম, প্লিজ সবাই নিজের এলাকার বিখ্যাত খাবার (তৈরি করা, প্রকৃতি প্রদত্ত-শস্য-ফল-মাছ-শাক-সবজি নয়) এর নাম, যদি সম্ভব হয় ছবি সহ দিন।

আগের সূচনা পর্বঃ আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। বগুড়ার দই টাঙ্গাইলের চমচম ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া বাঘাবাড়ির ঘি নওগাঁর প্যারা সন্দেশ নাটোরের কাচাগোল্লা মুক্তাগাছার মণ্ডা কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি ময়মনসিংহের আমিরতি কুমিল্লার রসমালাই নোয়াখালীর নারকেল নাড়– ও ম্যাড়া পিঠা সিলেটের পাঁচলেয়ার চা সিলেটের চুঙ্গাপুড়া সাতক্ষীরার সন্দেশ যশোরের জামতলার মিষ্টি যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ যশোরের খেজুর রসের ভিজা পিঠা মাদারীপুরের রসগোল্লাতো রাজশাহীর তিলের খাজা শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও চিটাগাং এর মিষ্টি পান সিলেটের সাতকড়ার আচার সিরাজদিখানের পাতক্ষীরা রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম নওগাঁর রসমালাই পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ পাবনার শ্যামলের দই সিরাজগঞ্জের শাহজাদপুরের পানিতোয়া পুরান ঢাকার বাকেরখনি চট্রগ্রামের মেজবানের মাংস কুষ্টিয়ায় মহিষের দুধের দই। মেহেরপুরের সাবিত্রী নামে একটা মিষ্টান্ন পুরান ঢাকার হাজীর বিরিয়ানী। বেইলি রোডের ফকরুদ্দিনের কাচ্চি। ধানমন্ডির মামা হালিম।

ঘরোয়ার খিঁচুড়ী-মতিঝিল। শওকতের কাবাব-মিরপুর বেনারশী পল্লী। কিংস বেকারীর- মালাই রোল-গুলশান-১। নোয়াখালী হোটেলের-গরুর গোস্ত ভূনা-পল্টন। আবুলের-মালাই চা- বায়তুল মোকারম/পল্টন ওভারব্রীজের নীচে।

নন্দন রেস্তোরার- কপি মিক্সড চা- মহাখালী। ধানসিঁড়ির-মুরগীর রাব-বি-কিউ টিকিয়া-গুলশান-২। কুষ্টিয়ার তিলে খাজা ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখি! মানিকপুর-- চকরিয়ার মহিষের দই রাঙ্গামাটির জুম রেস্তোরার বাঁশের ভেতর তৈরী খাবার। জামানের চা (আন্দর কিল্লা) ইকবালের সন্দেশ(দেওয়ান বাজার) বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার) চন্দনাইশের গুরা আলু মিসকিন শাহ মাজার এর সামনে চট্রগ্রাম বিহারী হোটেল ( চট্টগ্রাম কলেজের সামনে)মাংস রান্না ভুনা পুরান ঢাকার নান্নার বিরিয়ানী মহাস্থানের কটকটি হোটেল নিরবের ব্রেন ভুনা হাতিরপুলের শর্মা হাউসে শর্মা স্টারের শিক কাবাব ঠাটারী বাজার স্টারের বিরিয়ানী আম্বরখানার হোটেল মারজিয়ার গরু ভুনা কুষ্টিয়ার স্পেশাল চমচম নেত্রকোনার বালিশ মিষ্টি ঢাকার চকবাজারের নুরানী লাস্সী ঢাকার বংগবন্ধু আভিনিউ এর পূর্ণিমার জিলাপী গুলশান এর সমরখন্দ এর রেশমী জিলাপী মতিঝিলের ঘরোয়ার খিচুরী পল্টন এর কস্তুরীর বাংলা খাবার মহেশখালীর মোষের দই চাঁপাইনবাবগঞ্জের কলাইএর রুটি রাজশাহীর রসকদম চাপাই নবাব গঞ্জের শিবগঞ্জের চমচম হ্যালভেশিয়ার(রাইফেলস স্কয়ার) চিকেন ব্রোস্ট। কিমা খিচুরি- "কৈ-পাবদা রেস্টুরেন্ট", মিরপুর-১।

স্পিনাচ(ধানমন্ডি ৯/১০এ) এর ভেজিটেরিয়ান ডিশ ষ্টারের ফালুদা (ঠাঠারি বাজার) শিবগঞ্জের (চাঁপাই নবাবগঞ্জ) চমচম, প‌্যারা সন্দেশ। কাফে কর্ণারের (বাংলাবাজার, ঢাকা), ক্রাম চপ (মাংশের কাটলেট) বিরেন দা'র সিঙ্গারা (অলকার মোড়, রাজশাহী) চকবাজার ১০ নং গলির ঝালমুড়ি। প্রমিনেন্টের (ঢাকার অভিজাত মিষ্টান্ন শপ) মালাই চপ, শন পাপড়ি। পুরান ঢাকার হাজির বিরানী। শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও।

আম্বালা ও ঢাকা ক্লাবের কাচ্চি বিরানী। সিলেটে উন্দাল এর স্পেশাল ভেজিটেবল খুলনার চুই-রাজ হাঁসের মাংস ( ব্লগার মহলদারের সৌজন্যে) গোয়ালন্দ ঘাটের ইলিশ এবং অন্য মাছ রান্না , কিশোরগঞ্জের তালরসের পিঠা ( চিনির শিরায় ভেজানো) ভৈরবের নকশী পিঠা , দিনাজপুরের শীদল, ....................................চলবে!! নিজেরা আরো খাবারের নাম (রান্না করা খাবার, প্রকৃতি প্রদত্ত খাদ্যশস্য নয়) দিন, সেই সাথে যদি পারেন সংশ্লিষ্ট খাবারের ছবি দিন। উদ্দেশ্য একটাই পূর্ণাঙ্গ ও তথ্যবহুল খাবারের তালিকা। দেখা যাবে একসময় সবারই কাজে লাগবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.