অবাক লাগারই কথা যখন জীবনে এমন কিছু মুহুর্ত আসে। সৃষ্টিকর্তার ইচ্ছের ব্যতিক্রম কিছুই হয়না। গত কিছু দিন পূর্বে ট্রেনের ছাদ থেকে পুলিশের ধাওয়া খেয়ে নামতে গিয়ে ১৩ বছরের এক শিশু পা পিছলে পড়ে যায় খাড়া অবস্থায় থাকা লোহার শিকের উপর। তিনটি লোহার শিকে পেটে বিঁধে পড়ে থাকে শিশুটি। উপজেলা সদর হাসপাতালের ডাক্তার পাঠিয়ে দেয় জেলা সদরের।
এক সময় খবর আসে সে মারা গেছে। কিন্তু প্রায় ৮ দিন পর তার মা, বোন এবং বড় বোনের সাথে মোটামুটি সুস্থ হয়ে দেশের বাড়ি চট্টগ্রামে যায় শিশুটি। সবাই অবাক! শিক গাঁথা অবস্থায় দেখে সবাই চোখ বন্ধ করে ফেলে অজানা এক কষ্ট আর ভয়ে, নিশ্চিত মৃত্যু ভেবেছিল।
আরেক শিশু ব্যাট করার লোভে বন্ধুদের কথায় আম পাড়তে গাছে উঠে। গাছ থেকে পড়ে ৬ ঘণ্টা পর মারা যায়।
গতকাল ৫/৫/১০ তারিখ দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের একটি মাত্র ঘুষিতেই মাটিতে লুটে পড়ে এবং সঙ্গে সঙ্গে মারা যান এক মুক্তিযোদ্ধা।
তিনটা ঘটনা বিশ্লেষণ করলেই তাঁর ইচ্ছার কথা অর্থাৎ মৃত্যু কত সহজ আবার কত কঠিন বুঝা দায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।