সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বাদী হয়ে বুধবার সকালে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন।
মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পরপরই পুনরায় গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো. শাহজাহানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে জেলা শহরের বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বাস, মাইক্রোবাস, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ অন্তত ৩০টি যানবাহন ভাংচুর করে।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, ভাংচুরের মামলায় ৮৩ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো এক থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া এ ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।