আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় মডারেটর আমি এখন জেনারেল,ফিল্ড মার্শাল হব কবে??????

জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি

বিকেল বেলায় একটি পোস্ট দিয়েছিলাম।প্রধানমন্ত্রী বরাবর কিছু প্রশ্ন করে।নিজের স্বার্থ তেমন কিছুই নেই,কিন্তু মনে হয় দেশের বেশ কিছু স্বার্থ জড়িত।যাহোক মহামান্য মডারেটরদের কেন জানি তা সহ্য হল না। আমাকে তারা আইন দেখালেনঃ 3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community. ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে । তবে ভাই আমিতো কল্পনা থেকে বা স্বপ্নযোগে কিছু পাই নাই।যা পেয়েছি জাতীয় দৈনিক থেকেই,তার উপর ভর করে কিছু যুক্তি আর বাকি অংশটুকু কেবল প্রশ্ন।তবে কেন এই আইন দেখানো হল????? যাহোক আমাকে বলা হয়েছে আমি আবার ঐ পোস্ট দিলে নাকি আমাকে ব্যান করা হবে(অতি উত্তম প্রস্তাব)। যাহোক আসল কথায় আসি মাননীয় মডারেটর আমাকে কবে ফিল্ড মার্শালা বানাবেন এ ব্যাপারে একটা নোটিশ প্রেরণ করলে বড়ই আনন্দ লাভ করিতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.