আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে...

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে  কাজে লাগানোর পরামর্শ দিয়েছে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
আজ দুপুরে কমিটির ৫০তম বৈঠকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারটি নতুন ব্যাটালিয়ানের দ্রুত অনুমোদন এবং তৃণমূল পর্যায়ে বিদ্যমান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজে লাগানোর পরামর্শ দেয়া হয়।
 
কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বের বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য কমিটির সদস্য মির্জা আজম, মুজিবুল হক, সানজিদা খানম এবং সফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি.কিউ.কে. মুসতাক আহমদ, মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহ&‌মুদ খন্দকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দীন পিএসসি, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোখলেসুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশি্লষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.