আমাদের কথা খুঁজে নিন

   

নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম..........২

শুভ্রতায় ভরে উঠুক চারিপাশ......

সন্ধ্যার বুকে আকাশের অসীমতায় হাজারো রঙের মেলা--সূযের বিলীনতায় একফালি চিদের কোমলতার রাজত্ত--সেদিকপানে তাকিয়ে তুমি স্বপ্নে বিভোর----সেই নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম........... বিস্তৃতির শুরু তোমার প্রান্ত ঘেষে--দৃষ্টির সীমাতে শুধু নীল আর নীল--অসীমে আকাশের নীলের সাথে এই নীলের আজীবনের প্রেম--তোমার পায়ে আছড়ে পড়ছে সফেদ ফেনা--সমুদ্রের কান্নাতে স্রৃষ্ট নোনা বাতাস ছিনিয়ে নিচ্ছে তোমার দুঃখ আর কষ্টগুলো------সেই নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.