যেদিন বিকেলে কৃষ্ণচূড়ার নীচে বসে, সূর্যাস্ত উপভোগ করেছিলাম আমরা, সেদিন তোমার অবয়বে ছড়িয়ে ছিল কৃষ্ণচূড়া রং !! যেদিন সাদা মেঘের ভেলায় করে, তোমার কোলে মাথা রেখে ভেসেছিলাম আমরা, সেদিন তোমার চোখের কোনায় লেগেছিল আকাশী নীল রং !!! যেদিন রূপসা ব্রিজের রেলিং ধরে কথার খেলা খেলেছিলাম আমরা, সেদিন তোমার ঠোঁটে লেগেছিল লাজুক লালচে রং !! যেদিন নির্জন পথে হাতে হাত রেখে, হেটেছিলাম অজানার পথে, সেদিন তোমার গালে লেগেছিল আদরের সোহাগী রং !! যেদিন অসমাপ্ত বৃষ্টির জলে ভিজে, ভালোবাসার স্পর্শে সিক্ত ছিলাম আমরা, সেদিন আমাদের জীবনে লেগেছিল নিষ্পাপ সবুজ রং !! আর আজ !!! আজ সবকিছু পেছন ফিরে দেখি, দূর থেকে বসে একা একা, আজ তোমার জীবন জুড়ে শুধু লেগে আছে, আমাকে পেয়ে হারানোর কালো রং !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।