আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্পাপ নন কোনো পয়গম্বর এমনকি মোহম্মদ (সঃ)

শানিত কর সংস্কৃতির চেতনায়

কোনো নবী বা পয়গম্বর ই নিষ্পাপ নন। এমনকি মহা নবী হযরত মোহম্মদ নিজেও নিষ্পাপ নন। তিনি মানে মোহম্মদ (স.) রিসালাতের দায়িত্ব পালনে ভুল বা ত্রুটি করার কারণে আল্লাহ তাকে ক্ষমা প্রদর্শণ করার নির্দেশ দেন। এছাড়া ইউনুস নবী নবুয়্যতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। তাই তিনি নিষ্পাপ হবার প্রশ্ন্ ওঠেনা। এরকমই প্রত্যেক নবী ই ত্রুটি করেছেন। কথা গুলো আমার নয় আমাদের দেশের ইসলামী বিপ্লব কায়েম কারী বিখ্যাত দলের মেনুফেস্টো। তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে ভাবে লড়াই করেন বাঙলাদেশর জনগণের একটি বিরাট অংশ তাদের সমর্থণ করেন। দলটি কে হতে পারে আপনারা জেনে নিবেন। (১ম সূত্রঃ তাফহিমুল কোরআন, সুরা নাসর, মওদুদী) (২য় সূত্রঃ ঐ ২য় খন্ড পৃষ্ঠা-১৯) (৩য় সূত্রঃ তাফহিমাত ২য় খন্ড পৃষ্ঠা-৪৩) (সবগুলোই মওদুদীর লেখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।