বাহ কি চমৎকার দেখা গেল! এমন অনেক লেখা চোখে পড়ল যার মূল বক্তব্য হল ধর্ষণের জন্য পোশাকই বা মেয়েই দায়ী! অনেকে ধর্মীয় অনুশাসনের কথা বলছে। আমার যতদূর মনে পড়ছে ভুলও হতে পারে,পবিত্র কোরআনের যেখানে মেয়েদের পোশাক নিয়ে বলা হয়েছে তার কাছাকাছি আয়াতে ছেলেদের দৃষ্টি সংযত রাখার কথাও বলা হয়েছে। আর আমাদের দেশে এমন উদাহরণই তো আছে যেখানে ৫৯ বছর বয়সী হুজুর দ্বারা মক্তবের ৮ বছর বয়সী ছাত্রী ধর্ষিত হয়েছে বা শিশু ধর্ষণের ঘটনা তো অহরহ আছে! এসব ক্ষেত্রে নিশ্চয় পোশাক নিয়ে কথা বলার সুযোগ নেই। আর আমাদের কালচার এখনো এমন হয়ে উঠেনি যে সার্বিকভাবে পোশাক নিয়ে প্রশ্ন তোলা যায়। আসলে এসব ক্ষেত্রে আমাদের মধ্যে এমন একটা প্রবণতা তৈরী হয়েছে যে আমরা অপরাধীর কথা ভুলে গিয়ে যার উপর অপরাধ করা হয়েছে তাকেই অপরাধী হিসেবে চিহ্নিত করি। আর এটা ভুলে গেলে চলবেনা যে অপরাধের কোন স্থান কাল নেই। অপরাধ যেখানেই,যেকোন পরিস্থিতিতে সংঘটিত হোক না কেন এটা শেষ পর্যন্ত অপরাধই আর অপরাধী যেখানে চালকের আসনে। আসলেই আমাদের মানসিকতার ভালো চিকিৎসা প্রয়োজন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।