প্রভু কেন সৃজিলা তাদের মানব জনম দিয়া
দানবের কাজ করে বেড়ায় তারা আদমসুরাত নিয়া ।
সভ্য জীবন বইতে নাহি পারে
ওরা জানোয়ার থাকে না কেন দূর পাহাড়ে বনে বাদাড়ে ।
মানব হয়ে কুকুর জীবন শুকর জীবন যাপন যারা চায়
কে বলে মানুষ তারে পশু সে পুরুষ
মানব নামে তারে ডাকা সে ভীষণ অন্যায়।
যে মাতা তারে জন্ম দিল ভেবেছে সে কি একবারো?
যাহারে সে বিপন্ন করিল সেও হবে মাতা কারো !
কন্যা জননী জায়া
নারীরই তা তিনটি রূপ সবই নারীরই কায়া।
যে পুরুষের শ্রদ্ধা নাই সকল নারীর প্রতি
কে বলে মানুষ তারে সে জঘন্য অতি।
মানব হয়ে মানব ধর্ম করে না যে মান্য
দেখতে যতই সুন্দর হোক আসলে সে বন্য।
কোরআন পূরাণ বেদ বাইবেল সব কিতাবে তাই
ধর্ষণ এক মহাপাপ তার কঠিন শাস্তি চায়।
ধর্ষণ হলো হত্যা সম নিদারুণ এক পাপ
ধর্ষকের চাই মৃত্যু দন্ড; নাই তার কোন মাফ।
ধর্ষিতার ক্রন্দন নয় ধর্ষকের বিচার চাই
আলোর মিছিলে আলোকিত বিশ্ব আমরা যেন পাই।
চলো সবে গড়ি মানব বর্ম হাতে রেখে হাত
এই পশুত্বের অবসান করে আনব রাঙা প্রভাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।