ছাত্রজীবনে কত নোট করতে হয়। পড়ে পড়ে, দেখে দেখে, শুনে শুনে। ফটোকপি/জেরক্স না থাকলে খবর ছিল। এই নোটের অভ্যাস থেকে অনেকের ভাল লেখারও অভ্যাস হয়েছে। কিন্তু তারপরও দেখি পরবর্তী কর্মজীবনে অফিসে রানিং নোট নেয়া এবং সে নির্দেশনার আলোকে কাজ করা সবার হয়ে ওঠে না।
রানিং নোট প্যাড আছে। বহু অফিস দেয়। অনেককে দেখেছি বস ডেকেছে তো হাতে নোট প্যাড আর পেন/পেন্সিল নিয়ে ভোঁ দৌড়। বেশী জনই হাত খালি। পরে কাজ চেক করতে যেয়ে দেখা যায়- যেভাবে বলা হয়েছিল, সেভাবে স ব হয়নি।
অতিরিক্ত আত্মবিশ্বাস যে মনে থাকবে, পারবো, ভুল হবে কি করে, এসবের কারনে কাজ ঠিকমত তো হতোই না উপরন্তু কথা শুনতে হয়। যে কোন সভায় মিনিটস বা কার্যবিবরণী জরুরী। রানিং নোট যারা ভাল নেয়, কার্যবিবরণীও তারা ভাল লিখতে পারে, সুনাম, সুবিধা, মনোযোগ সে-ই বাড়তি পায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।