আমাদের কথা খুঁজে নিন

   

বিটিসিএলের এমডিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড-বিটিসিএলের বর্তমান ও সাবেক এমডিসহ ২২ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-ভিওআইপি দুর্নীতিতে প্রায় ৬১০ কোটি টাকা আত্দসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব মামলা দায়েরের সিদ্ধান্ত দেয় দুদক। গতকাল বিকালে এই অনুমোদন দেওয়া হয়। দুদক জানায়, দুর্নীতির এসব মামলায় সম্ভাব্য আসামিরা হলেন বিটিসিএলের বর্তমান এমডি এস এম কলিমুল্লাহ, সাবেক এমডি মো. মনিরুজ্জামান, আফসারুল আলম ও ড. আবু সাঈদ খান। এ ছাড়া বিটিসিএলের অন্য কর্মকর্তারা হলেন এডিই রোনেল চাকমা, বদিউল আলম, বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান প্রামাণিক, ডিএম (ওটিআর) আনোয়ারুল মামুন, সাবেক মেম্বার প্রকৌশলী মোহাম্মদ তৌফিক। এ ছাড়া এরিকসন বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.