শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন, এসএসসি পরীক্ষা পেছানোর প্রশ্নই ওঠে না। সময় মতো পরীক্ষা নেওয়া ও ফল ঘোষণার আশাও ব্যক্ত করেছেন তিনি। মন্ত্রীর এ ঘোষণায় পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা থেকে রেহাই দেওয়া হলো। স্মর্তব্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। সামাজিক গণমাধ্যমে পরীক্ষা পেছানো হচ্ছে এমন প্রচারণায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়। সময় মতো পরীক্ষা এবং ফল প্রকাশ হবে কি-না সে আশঙ্কা দানা বেঁধে ওঠে। শনিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগি্নদগ্ধ এক শিক্ষককে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সময় মতো এসএসসি পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছে তা উড়িয়ে দেন তিনি। জোর দিয়ে বলেন, কোনো অবস্থায় পরীক্ষা পেছানো হবে না। মন্ত্রীর এই আশ্বাসকে আমরা গুরুত্ব দিতে চাই। বিশ্বাস করতে চাই সংবাদ মাধ্যমে তিনি যে প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন তা রক্ষা করা হবে। শিক্ষা জাতির ভবিষ্যৎ। জাতি যত শিক্ষিত হবে, যুগের সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা যত অর্জন করবে, দেশ ঠিক ততটাই এগিয়ে যাবে। দুনিয়ার সব জাতি এ কারণে শিক্ষাঙ্গনকে সংঘাতের বাইরে রাখে। গৃহযুদ্ধে লিপ্ত বিভিন্ন জাতির দিকে তাকালে দেখা যাবে তারা তাদের শিক্ষার্থীদের সংঘাতের শিকার বানানোর বোকামি করেননি। আমাদের দেশের রাজনীতিকরা এদিক থেকে সমালোচনার যোগ্য। এ দেশে রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। মন্ত্রীদের কেউ কেউ তা স্বীকার করে আত্দপ্রসাদ লাভ করেন। ক্ষমতার স্বার্থে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ভণ্ডুল করতেও তারা পিছপা হন না। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শিক্ষা ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও রাজনৈতিক কারণে পড়াশোনা বিপন্ন করার দিক থেকেও আমরা এগিয়ে। গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষাই শুধু নয়, হরতাল-অবরোধের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার সময়সূচিও বার বার পেছানো হয়েছে। আমাদের শিশুরা তাদের শিশুবেলাতেই রাজনীতির দানবীয় চেহারার সঙ্গে পরিচিত হয়েছে। আমরা আশা করব চলতি বছর শুধু এসএসসি নয়, সব পরীক্ষা সময় মতো শুরু ও শেষ করার দিকে গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক হানাহানির কারণে শিক্ষাব্যবস্থা অচল করার বোকামি যাতে না হয় তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব কিছু করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।