আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, বাসে আ

ময়মনসিংহের তারাকান্দায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীরা পাঁচ থেকে ছয়টি বাস, টেম্পো ও ট্রাক ভাঙচুর করে। পরে তারা একটি বাসে আগুন দেয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও তারাকান্দা থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকালে অবরোধ সমর্থনে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন মেম্বার, খোকন ও খায়রুলের নেতৃত্বে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে।

পরে স্থানীয় যুবলীগ নেতা বাবুলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ মিছিলে হামলা চালালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ নেতা-কর্মী আহত হন। সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পাঁচ থেকে ৬টি বাস, টেম্পো ও ট্রাক ভাঙচুর করে। একই সঙ্গে তারা বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১১২৭৭৩) আগুন লাগে। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার অভিযোগ করেন, 'আমাদের শান্তিপূর্ণ মিছিলে ক্ষমতাসীন দলের ক্যাডাররা হামলা চালিয়েছে। এতেই সংঘর্ষ বাধে। পরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস আলীর ব্যবসায় প্রতিষ্ঠান ও অপর এক নেতার ফার্মেসি ভাঙচুর করে।'

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, 'বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.