ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়েশা খানম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনরা মঙ্গলবার রাতে এক ইন্টার্নি চিকিৎসককে মারপিট করে। এর প্রতিবাদে ওই রাত থেকে কর্মবিরতি শুরু করে হাসপাতালের দুই শতাধিক ইন্টার্নি চিকিৎসক। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে ইন্টার্নি চিকিৎসকদের হাতে লাঞ্ছিত হন তিন টিভি সাংবাদিক। এদিকে দোষী চিকিৎসকদের শাস্তি দাবিতে গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ময়মনসিংহের সাংবাদিকরা। জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে শহরের গুলপুকুর এলাকার বাসিন্দা আয়েশা খানম মারা যান। তার মৃত্যুর আগেও ইন্টার্নি চিকিৎসকদের ডেকে না পেয়ে রোগীর ছেলে মারুফ চিকিৎসক আবদুল্লাহকে মারপিট করেন। এ ঘটনায় ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ ১৬টি প্রবেশ পথে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।