আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি অফিসে বোমা হামলা

পূর্বশত্রুতার জের ধরে মাগুরা জেলা বিএনপি অফিসে গতকাল বোমা হামলা ও মোটরসাইকেলে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। মাগুরা জেলা বিএনপির সহসভাপতি আহসান হাবিব কিশোর জানান, দুপুরে জেলা বিএনপির সভাপতি কবির মুরাদসহ নেতারা অফিসে বসে দুই উপজেলার নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় ১০-১২ জন সরকারদলীয় সন্ত্রাসী বিএনপি অফিসের সামনে অতর্কিতে বোমা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা একটি মোটরসাইকেলে অগি্নসংযোগ ও বিএনপির নেতাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল নিয়ে যায়। মাগুরা সদর থানার ওসি জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.